Breaking News

একসাথে ৩ সন্তান জন্ম দিলেন আরও এক নারী

স্বপ্ন, পদ্মা ও সেতুর পর নারায়ণগঞ্জে আরো এক নারী একসাথে ৩ সন্তানের মা হয়েছেন। নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে সোমবার রাতে লাইজু নামের এক নারীর ওই ৩ সন্তানের জন্ম দেন।

ওই হাসপাতালের ডা: নুর-ই-নাজমা লিমার চিকিৎসায় দীর্ঘ দিন পর মা হন লাইজু। সন্তান ৩টি জন্মের পর ডা: লিমার ভাই বাবু ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ্।

আল্লাহ তায়ালার রহমতে আমার বোন ডা: নুরে নাজমা লিমার চিকিৎসায় মিসেস লাইজু দীর্ঘ বছর পর একসাথে তিন সন্তানের মা হলেন। মা ও বাচ্চারা সকলেই সুস্থ্য আছেন। ডা: নুরে নাজমা লিমা ও তার টিম এবং তিন নবজাতকদের জন্য সবাই দোয়া করবেন।’

Check Also

জরুরি টাকার প্রয়োজনে একদম কম দামে বিক্রি হবে ২ কাটার উপর সম্পূর্ন তৈরি করা বাড়ি, রইল ফোন নম্বার যাবতীয় তথ্য!

নিজস্ব প্রতিবেদন:আমরা আমাদের বাসস্থান হিসেবে খুব কম মূল্যে অধিক সুবিধাজনক বাসস্থান খুঁজে থাকি। এমন বাসস্থান …