ভারতীয় দু চাকার গাড়ির বাজারে এখন সবচেয়ে চাহিদা রয়্যাল এনফিল্ডের। প্রত্যেক বাইক প্রেমীর কাছেই যেন এক স্বপ্ন রয়্যাল এনফিল্ড। বাইকারদের মনে মনিকোঠায় থাকে এই রয়্যাল এনফিল্ড। তবে প্রত্যেকের রয়্যাল এনফিল্ডের সাধ থাকলেও সাধ্যের বাইরে দামের কারনে অনেকসময় স্বপ্নপূরণ করতে পারেনা। তবে সম্প্রতি এমন এক সুখবর সামনে এসেছে যা শুনলে মন ভালো হতে বাধ্য বাইক প্রেমীদের।
রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্রাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়াল এনফিল্ড একাধিক নতুন বাইক লঞ্চ করছে। ক্রুজার বাইক বিভাগে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা 350এর। ভিন্টেজ লুক এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য সকলেরই পছন্দের হয়ে উঠেছে বাইকটি।
বর্তমানে রয়েল এনফিল্ড এলেক্ট্রা 350 বাইকটির এক্স শোরুম মূল্য 1.45 লাখ টাকা, আর টপ মডেলটির দাম প্রায় 1.60 লাখ টাকা কিন্তু সুখবর এটাই যে এই বহু মূল্যের বাইকটি আপনি নিজের বাড়িতে আনতে পারেন এক্স শোরুম মূল্যের প্রায় অর্ধেক দামে।
হ্যা ঠিকই শুনছেন, 19.36 bhp শক্তি ও 28 Nm টর্ক উৎপাদন করতে পারা এবং 53.4 কিলোমিটার মাইলেজ দেওয়া এই অসাধারণ বাইকটি আপনি পেয়ে যাবেন একদম হাফ দামে। চলুন জেনে নিন কিভাবে।
আসলে কিছু অনলাইন-পূরোনো টু হুইলার ট্রেডিং ওয়েবসাইটে এই বাইকটি অত্যন্ত কম মূল্যে পাওয়া যাচ্ছে। BIK3S4SALE নামক একটি ওয়েবসাইটে রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা 350 বাইকটির 2011 মডেল মাত্র 30 হাজার টাকায় কিনতে পারবেন আপনি।
Droom ওয়েবসাইটের মাধ্যমেও এই একই গাড়ি আপনি পেয়ে যাবেন 46700 টাকায়। এছাড়াও ওএলএক্স ওয়েবসাইটে এই বাইকটি উপলদ্ধ। যদি সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করতে চান তাহলে অবশ্যই উল্লিখিত ওয়েবসাইট গুলিতে একবার ঘুরে আসুন।