Breaking News

কন্যাসন্তানের মা হয়েছেন আলিয়া

অবশেষে ভূমিষ্ঠ হলো বলিউডের তারকা জুটি রণবীর-আলিয়ার প্রথম সন্তান।

রবিবার মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন আলিয়া। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সকালেই হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপুর। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে। আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে একে একে রওনা দিয়েছিলেন কাপুর এবং ভাট পরিবারের অন্যান্য সদস্য।

চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন এ জুটি। গত জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন ‘রণলিয়া’। আলিয়া তখন লন্ডনে। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে।

হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন হবু মা। তার পাঁচমাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান। কাপুর পরিবারে রীতিমতো আনন্দ জোয়ার।

আগামী ২৮ নভেম্বর আলিয়ার ৩০ তম জন্মদিনে বড় পরিসরে উৎসব-আয়োজনের কথা রয়েছে কাপুর পরিবারে। সন্তানের সাথে রণবীর-আলিয়ার সে উৎসব নিশ্চয়ই এবার অন্য মাত্রা নেবে।

Check Also

ডুবার পানি শুকিয়ে যাওয়ায় আটকে গেল বড় মাছ, তিন বালক দারুন কায়দা করে ধরল, ভাইরাল সেই ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি কে মাছে ভাতে বাঙালি বলা হয়। বাঙালি মাছ খেতে …