Breaking News

কৃষকের ধান ক্ষেতে হঠাৎ পাওয়া গেল দেশি মাগুর মাছ !মাছগুলা ভাগ্য বদল করে দিল কৃষকের। নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও।

নিজস্ব প্রতিবেদন:বিভিন্ন সামাজিক মাধ্যমের কারণে আমরা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মাছ ধরা ও তাদের মাছ ধরার বিভিন্ন পদ্ধতি দেখতে পারি। এই সোশ্যাল মিডিয়া আমাদের অন্যদের প্রাচীন পন্থা ও তাদের অবস্থান সম্পর্কে জানতে সাহায্য করে। শুরুর দিক সোশ্যাল মিডিয়া শুধু মাত্র যোগাযোগের মাধ্যম হলেও ।

বর্তমানে নানান জনের নানান ভিডিও আপলোডের মাধ্যমে সহজেই আমরা বিভিন্ন ধরনের আজ ধরার চিত্র সম্পর্কে জানতে পারি।আমরা অনেকেই মাছ ধরতে খুব পছন্দ করি।মানব সভ্যতার আদি কাল থেকে মানুষ জীবনধারণের জন্য বিভিন্নভাবে মাছ ধরে আসছে। মানুষ জীবনধারণের জন্য ভিন্ন ধরনের পেশায় নিয়োজিত থাকে।

গ্রামে মানুষের পেশার মধ্যে অন্যতম একটি পেশা হচ্ছে মাছ ধরা। আবার অনেকে শখের বসেও মাছ ধরে থাকে।প্রাচীন কাল থেকেই মানুষ খাদ্য ও আমিষের চাহিদা পূরণ করতে অন্যতম পরিপূরক হিসেবে মাছ শিকার করে খেয়ে আসছে।মাছ অতি সহজ লভ্য ও পুষ্টির এমন একটি ভান্ডার ।যার দ্বারা একজন মানব শরীরের পুষ্টি চাহিদা পূরণ করা যায়। মাছের বিভিন্ন পুষ্টি উপাদান যা বেড়ে উঠতে অনেক সাহায্য করে। অনেকের কাছে মাছ শিকার করা একটি নেশার মতো।

বিভিন্ন ভাবে মাছ ধরাকরা যেমন মজার তেমনি এর মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা সহ রোজগার ও করা যায়। মাছ ধরা এক ধরনের প্রতিভা। সকলেই মাছ শিকার করতে পারে না। সময়ের ব্যবধানে ও উন্নত প্রযুক্তির মাধ্যমে মাছ শিকার সহজ হলেও। গ্রামীণ ও প্রাচীন পদ্ধতি গুলো মাছ শিকার করার কিছু সহজ মাধ্যম ।গ্রাম্য পদ্ধতিতে মাছ শিকার করতে এক ধরনের ধৈর্যের পরীক্ষা হয়।

অঞ্চলভেদে বিভিন্ন জায়গায় মাছ শিকার করার একক পদ্ধতি বিদ্যমান। সোশ্যাল মিডিয়ার কারণে আমরা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মাছ ধরা ও তাদের ঐতিহ্য সহকারে মাছ ধরা দেখতে পারি। এই সোশ্যাল মিডিয়া আমাদের অন্যদের প্রাচীন পন্থা ও তাদের অবস্থান সম্পর্কে জানতে সাহায্য করে। শুরুর দিক সোশ্যাল মিডিয়া শুধু মাত্র যোগাযোগের মাধ্যম হলেও । বর্তমানে নানান জনের নানান ভিডিওআপলোডের মাধ্যমে সহজেই আমরা জানতে পারি।

আজকের এই ভিডিওটিতে একজন কৃষক  খেতে কাজ করার জন্য যায়। তারপর তিনি দেখলেন ওইখানে  খাল দিয়ে ভেসে যাচ্ছে মাগুর মাছ। তারপর মাগুর মাছ ধরার জন্য একটি পাত্র নিয়ে আসেন।এবং সেখানে গিয়েছে অনেক মাছ দেখতে পায়।সেখানে গিয়ে ছোট বড় মাগুর মাছ ধরে। যেগুলো অনেক দামী এবং মূল্যবান।এ ধরনের মাছগুলো বিভিন্ন দামি দামি মাছের দোকানে পাওয়া যায়।বিভিন্ন অদ্ভুত জিনিস পেয়ে থাকে। যা খুব মূল্যবান থাকে।

গুলো কেউ খুঁজে পায়না যার ভাগ্যে আছে সেই এমনিতেই পেয়ে যায়।  দেশি মাগুর মাছ খেতে পছন্দ করে। হাওরের মাছ বলে গণ্য করা হয়। বেশি অংশ মাছগুলো খাল-বিলে  পাওয়া যাচ্ছে। বিস্তারিত ভিডিও দেওয়া হল।

Check Also

ডুবার পানি শুকিয়ে যাওয়ায় আটকে গেল বড় মাছ, তিন বালক দারুন কায়দা করে ধরল, ভাইরাল সেই ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি কে মাছে ভাতে বাঙালি বলা হয়। বাঙালি মাছ খেতে …