Breaking News

তৃষ্ণার্ত ভাল্লুক যখন নদীতে পানি পান করতে আসে তখন কুমির এসে শিকার করে ফেলল ভাল্লুক টি কে! নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন:বিপজ্জনকভাবে কাছে চলে আসা প্রাণীরা কুমিরের শিকারে পরিণত হয়। পানির ভেতর থেকে কুমিরের লাফিয়ে উঠে সামান্য ওপর দিয়ে উড়ে যাওয়া পাখি শিকারের ছবি-ভিডিও দেখা গেছে। কিন্তু জলাশয়ের ওপর দিয়ে যাওয়া যুবতী শিকার করছে সে—এমন ঘটনা কে কবে ভেবেছে?

তেমন ঘটনাই দেখা গেছে অস্ট্রেলিয়ায়।প্রকৃতির চেয়ে রহস্যময় আর কেই বা হতে পারে,আমাদের সামনে সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকলেও এর পরতে পরতে মিশে আছে মৃত্যুর আশংকা।প্রকৃতিতে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের অনাবিল আনন্দের সাগরে ভাসিয়ে নিয়ে যায়,বিপরীতে এমন ঘটনাও ঘটতে দেখা যায় যা আমাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে তোলে।

আধুনিক যুগ বিজ্ঞানের যুগ।বর্তমান যুগে মানুষের জীবনে সবচেয়ে বড় ভুমিকা পালন করছে সামাজিক যোগাযোগমাধ্যম।আমরা প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ভিডিও দেখি।পশুপাখির লড়াইয়ের নানা ধরনের ভিডিও আমাদের নিউজফিডে ভেসে আসে।এবার এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে যা মানুষকে রীতিমতো অবাক এবং বিস্মিত করছে।এরকমই একটা শিকারের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।

সম্প্রতি ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বনের মধ্যে একটা নদীতে সাতার কাটছে কুমির। দুর থেকে দুজন মানুষ তাকে লক্ষ করে এবংমনে করে বড় মাছ হবে তাকে শিকারের টার্গেট করে।দুজন মানুষ খুবই ধীরে ধীরে ঝোপ ঝাড়ের আড়ার দিয়ে নদীর তীরে এসে ওত পেতে থাকে।যা দুজন মানুষ শিকার করার একটা ধাপ।

সে শিকারকে নাগালে পেয়ে ঝাপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে থাকে।কুমিরটি নদীতে ভাসতে ভাসতে তীরের কাছাকাছি গেলে দুজন মানুষ সুযোগ পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কুমড়ির তাদের কে কামড়ে ধরে।শিকারের হাত থেকে বাচার জন্য দুজন মানুষ আপ্রাণ চেষ্টা করে।কিন্তু অবশেষে যুদ্ধে হেরে যায় কুমির।এরকম ঘটনা আমাদের পরিবেশে অহরহ ঘটতে দেখা যায়।

কারণ হিসাবে বলা যায় খাদ্য পিরামিডের শৃঙ্খলা বজায় রাখা।তবে এসব ঘটনার ভিডিও অতটা সামাজিক যোগাযোগমাধ্যমে আসে না।তাই এই ভিডিওটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারিদের এত মাতামতি।ভিডিওটি শেয়ারের সাথে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় আনাচে কানাচে।কমেন্ট সেকশনে মতামত জানাচ্ছেন অনেক এবং শেয়ারও হচ্ছে দ্রুত।

Check Also

বাড়িতে পড়ে থাকা বোতল দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন ব্রাশদানি। এ পদ্ধতিতে সহজেই বানিয়ে ফেলুন। রইল ভিডিওসহ A-Z স্টেপ বাই স্টেপ

নিজস্ব প্রতিবেদন:পরিবেশ সম্পর্কে সচেতনতা তো রয়েছেই, সঙ্গে ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বর্তমানে প্লাস্টিকের টুথব্রাশের …