Breaking News

দাম কমলোঃ সপ্তাহের শুরুতেই রেকর্ডের থেকে প্রায় ৯,২০০ টাকা কম সোনা

সপ্তাহের প্রথম ক’র্মদিবসেই ভারতীয় বাজারে ঘুরে দাঁড়াল সোনা। সোমবার ১০ গ্রাম সোনার দাম ০.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭,০০৪ টাকা। সোনার হারেই বেড়েছে রুপোর দর। এক কিলোগ্রাম রুপোর দাম ০.৬ শতাংশ বেড়ে হয়েছে ৬৮,৭৮৯ টাকা।

বিশেষজ্ঞদের মতে, গত সপ্তাহে বড়সড় পতনের পর চলতি সপ্তাহের প্রথম ক’র্মদিবসে ইতিবাচক থাকবে সোনা। আনন্দ রথি শেয়ারস অ্যান্ড স্টক ব্রোকার্সের রিসার্চ অ্যানালিস্ট-কমোডিজ ফান্ডামেন্টাল জিগর ত্রিবেদী জা’নান, এপ্রিলে এমসিএক্স সূচকে সোনার দাম চার শতাংশ বেড়েছে।

তা সত্ত্বেও চলতি বছর সোনার দাম প্রায় ছ’শতাংশ পড়েছে। তবে রেকর্ড দরের (গত বছর অগস্টে ১০ গ্রামের দাম ৫৬,২০০ টাকা) তুলনায় এখনও প্রায় ৯,২০০ টাকা কম আছে সোনার দর। তবে খুচরো ব্যবসায়ীদের উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জা’নিয়েছে, করো’না ভা’ইরাস প’রিস্থিতিতে বিধিনি’ষেধের কারণে ভারচতে সোনার চাহি’দা ধা’ক্কা খেয়েছে।

স্থা’নীয় স্তরে বিধিনি’ষেধের জে’রে আগামী কয়েক সপ্তাহে সোনার চাহি’দা কম থাকবে বলে মত খুচরো ব্যবসায়ীদের। যদিও এখন দেশের বিভিন্ন প্রান্তে বিয়ের মরশুম চলছে। তা সত্ত্বেও চাহি’দা বাড়বে না বলে ধারণা সংশ্লি’ষ্ট মহলের।

শ’ক্তিশালী ডলারের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দরের হেরফের হয়নি। এক আউন্স স্পট গোল্ডের দাম ১,৭৭০.৬৬ ডলারে ঠেকেছে। রুপো অবশ্য অটল থেকেছে। এক আউন্স রুপোর দাম দাঁড়িয়েছে ২৫.৯ ডলারে। শ’ক্তিশালী ডলার সূচকের কারণে অন্যান্য মুদ্রাধারীদের কাছে সোনা আরও দামী হয়েছে।

Check Also

সোনার দামে চূড়ান্ত পতন, প্রিয় ধাতুর দাম কমায় মুখে হাসি মধ্যবিত্তদের

সোনার দামের ওঠা নামা লেগেই আছে। আজকের দিনে সোনার দাম অনেকটা কম, সাধারণ মানুষের কাছে …