Breaking News

ধিতাং ধিতাং বোলে গানের সাথে মা এবং ছোট্ট মেয়ের দারুন নৃত্য, মুগ্ধ করেছে নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও!

নিজস্ব প্রতিবেদন: হরহামেশা আমরা বিভিন্ন নাচের ভিডিও দেখি।বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও ইন্টারনেটে মাধ্যমে আমরা সকলে দেখতে পাই। সেই ভিডিও গুলো রাতারাতি জনপ্রিয় হয়ে যায় ইন্টারনেট ফেসবুক ইউটিউব এ। ট্রেন্ডিং ও এসে যায় অনেক সময়। সে ভাইরাল নাচ গুলোর মধ্যে রয়েছে অনেকগুলো জনপ্রিয় গানের নাচ। সে এমন একটি গানে নাচে দেখালো মা ও তার ছোট মেয়ে। মা মেয়ের নাচ ভাইরাল হয়ে পড়ে সমগ্র ইন্টারনেট দুনিয়ায়।

একটি ভারতীয় জনপ্রিয় গানে নাচ করে ছিলেন সেই মা ও তার ছোট মেয়েটা। গানের নাচ ইতিমধ্যেই জয় করেছে অনেকের মন ।গানটি অতি সাধারণ হলেও মা ও মেয়ে এর নাচটি ছিল অসাধারণ নাচ।তারা রীতিমত এই গানটিতে নেচে ভাইরাল হয়ে পড়ে সমগ্র নেট জগতে। মা মেয়ের নাচটি ছিল অসাধারণ। মা ও মেয়ে গানের তালে তালে নাচতে থাকে ছোট্ট মেয়েটির নাচ ছিল চমৎকার।

তাদের নাচের তাল গানের তালের সাথে মিলে যাচ্ছিল। তারা যেন হুবহু গানের তাল এর সাথে তার নাচ পরিবেশন করতে যাচ্ছে।ছোট বাচ্চার মায়ের সাথে অতি নিখুঁতভাবে তার নাচ পরিবেশন করেছেন। বাচ্চা সুন্দর করে তার প্রতিটি নাচের স্টেপ পরিদর্শন করছিল।

সকলকে করছে মা ও মেয়ের প্রশংসা ।অনেকে করছে মা মেয়ের সমালোচনা ।সকলকে মা ও মেয়ের নাচের তালে মুগ্ধ করে দিয়েছে। তারা তাদের এই গানের ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলের দিয়ে রীতিমত ভাইরাল হয়ে যায় সমগ্র ইন্টারনেট জুড়ে। ।তাদের নাচের ভঙ্গিমার প্রশংসা করছে সকলেই। এই ছোট বাচ্চার ভঙ্গি জন্যই তাদের এই নাচ এত জনপ্রিয় হয়েছে সকলের মনে। সকলেই উপভোগ করেছে মা মেয়ের ভাইরাল হওয়া নাচটি।

গানটি ছিল ভারতের একটি জনপ্রিয় গান। গানটি প্রকাশ হওয়ার সাথে সাথে গানটি ছিল সবার মুখে মুখে। সে সময়ে গানটি খুব জনপ্রিয় হয়েছিল । এই গানটি ছিল খুব অসাধারণ। এই গানটিতে নেচে সাড়া ফেলে দেয় নেটদুনিয়ায় ।মা মেয়ের নাচছিল নিখুঁত ও সঠিক। নাচের সব ভঙ্গিমা অনুসরণ করে নেচে যাচ্ছিল সেই ছোট মেয়েটি। তার নাচ যেন সকলের মনকে কেড়ে নিয়েছে ।

সেই জনপ্রিয় গানের জনপ্রিয় হওয়ার সাথে সাথে বাচ্চা মেয়েটি ও তার মায়ের নাচ ইতিমধ্যে কাঁপাচ্ছে ইন্টারনেট দুনিয়া। প্রায় কয়েক মিলিয়ন ভিউ হয়ে গেছে সেই নাচের ভিডিও তে। তার নাচের ধরন দেখে সকলে করছে সে বাচ্চা ও তার মায়ের নাচের প্রশংসা।

নাচতে ছিল খুবই চমৎকার মনমুগ্ধকর। মা মেয়ের নাচের ভঙ্গি ছিল অসাধারণ। সে গানের তালে তার নাচে তাল দিয়ে সাড়া ফেলে দিয়েছে সমগ্র ইউটিউব,ফেসবুক দুনিয়ায়। সবাই প্রশংসা করছে মা মেয়ের এই অসাধারণ নাচের ভিডিও টি দেখে।

Check Also

বাড়িতে পড়ে থাকা বোতল দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন ব্রাশদানি। এ পদ্ধতিতে সহজেই বানিয়ে ফেলুন। রইল ভিডিওসহ A-Z স্টেপ বাই স্টেপ

নিজস্ব প্রতিবেদন:পরিবেশ সম্পর্কে সচেতনতা তো রয়েছেই, সঙ্গে ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বর্তমানে প্লাস্টিকের টুথব্রাশের …