Breaking News

নদীতে বড়শি দিয়ে টোপ পেতে দারুন কায়দায় শিকার করে বিরাট বড় বোয়াল মাছ! যুবকের এমন কৌশল দেখে প্রশংসা নেটিজনের, ভিডিও ভাইরাল!

নিজস্ব প্রতিবেদন:বর্তমানে অনেকেই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল অর্থাৎ যে কোন প্রকার সংবাদ অথবা কোন প্রকার চলমান পরিস্থিতি জানতে সকলে সবার আগে সোশ্যাল মিডিয়া চেক করে থাকে। কারণ প্রায় সকল ধরনের সংবাদ ও চলমান পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক জানার জন্য সোশ্যাল মিডিয়া একটি অন্যতম যোগাযোগ মাধ্যম।

হরহামেশাই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছু ভাইরাল হচ্ছে।ড়শি সাধারণত বাঁশের ছিপ বা লৌহ দণ্ডের সাথে সুতা বরা চিকনাকৃতির রশির সাথে সংযুক্ত থাকে যা ধরা মাছকে খুব সহজে ফাঁদের মধ্যে নিয়ে আসে।মাছ ধরার জন্যে বিশ্বে প্রচুর পরিমাণে বড়শি রয়েছে। বড়শির আকার, উদ্দেশ্য, এবং উপকরণ মাছ ধরার পদ্ধতির ওপর নির্ভরশীল।

বড়শি দিয়ে সাধারণত সীমিত আকারে মাছ ধরার সম্ভব।বড়শি হলো মাছ ধরার একপ্রকার সরঞ্জাম। ইংরেজিতে একে বলে Fish Hook। মাছ ধরার সরঞ্জামের মধ্যে বড়শি সবচেয়ে জনপ্রিয়।এটি প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে।
মিঠা ও নোনা পানির মাছ ধরার জন্য এটি বেশি ব্যবহৃত হয়। অমর প্রেমকাহিনি ‘চণ্ডীদাস ও রজকিনী’র গল্পে বড়শির উল্লেখ পাওয়া যায়।

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ফোর্বস ম্যাগাজিন ২০০৫ সালে মাছ ধরার শীর্ষ ২০টি সরঞ্জামের মধ্যে বড়শিকে প্রধান সরঞ্জাম হিসেবে নির্বাচিত করেছিল।বড়শি বা অনুরূপ যন্ত্র হাজার হাজার বছর আগে তৈরি করা হয়েছিল।ধাতু (যেমন ব্রোঞ্জ, লোহা, তামা) আবিষ্কারের আগে মানুষ কাঠ, হাড়, পশুর শিং, শক্ত খোলস (শেল) ব্যবহার করে বড়শি বানাত।

বিশ্বের অন্যতম প্রাচীন মাছ ধরার বড়শি ওকিনাওয়া দ্বীপের সাকিতারি গুহায় ২২ হাজার ৩৮০ থেকে ২২ হাজার ৭৭০ বছর আগে আবিষ্কৃত হয়েছিল।এই বড়শিগুলো সামুদ্রিক শামুকের খোল থেকে তৈরি করা হয়েছিল।বড়শি দিয়ে মাছ ধরা পৃথিবীব্যাপী মানুষের অন্যতম একটি শখ।

বড়শি দেখতে অনেকটা বাংলা এক (১) আকৃতির মতো। লোহার তৈরি বড়শির এই বাঁকানো দণ্ডের ওপরের অংশের সঙ্গে একটি সুতা বাঁধা থাকে। সুতার অন্য প্রান্তে থাকে বাঁশের শক্ত ও দৃঢ় কাঠি।বিস্তারিত রইল ভিডিওতে।

Check Also

বাড়িতে পড়ে থাকা বোতল দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন ব্রাশদানি। এ পদ্ধতিতে সহজেই বানিয়ে ফেলুন। রইল ভিডিওসহ A-Z স্টেপ বাই স্টেপ

নিজস্ব প্রতিবেদন:পরিবেশ সম্পর্কে সচেতনতা তো রয়েছেই, সঙ্গে ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বর্তমানে প্লাস্টিকের টুথব্রাশের …