Monday , July 26 2021
Home / News / নদীতে ভেসে আসছে কোটি টাকার সোনা, শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে

নদীতে ভেসে আসছে কোটি টাকার সোনা, শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে

নদীতে ভেসে আসছে কোটি কোটি টাকার সোনা; শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। নদীতে বয়ে আসছে সোনার টুকরো। স্থানীয় মানুষ সেই কুড়েতই ব্যস্ত। কুড়িয়েও পেয়েছেন; সেই টুকরো। ছত্তিশগড়ের যশপুরে‌ নদীতে; সোনার কুচি ভেসে আসতে দেখা গিয়েছে। এক দু টুকরো সোনা কুড়িয়েও; পেয়েছেন স্থানীয়রা। স্থানীয় মানুষের অনুমান; এলাকায় নিশ্চয় এক মহামূল্যবান সোনার খনি রয়েছে।

না হলে এত সোনা আসছে কোথা থেকে? মহামূল্যবান সোনার খনিতেই জমা আছে রাশি রাশি সোনা। ছত্তিশগড়ের যশপুরে ঘনিয়ে উঠছে; সোনার খনির রহস্য রহস্য, মনে করছেন স্থানীয়রা। প্রশাসনের কানে খবর পৌঁছালেও; সোনা পাওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা। ছত্তিশগড়ের যশপুরে‌ নদীতে ভেসে আসছে সোনার কুচি

তবে প্রশাসন সোনার খনি খোঁড়ার; সবরকম ব্যবস্থা শুরু করেছে। স্থানীয়দের মতে; সোনার সন্ধান পাওয়াটা নতুন কিছু নয়। এলাকার আদিবাসী জনগোষ্ঠী; ঝোরার গোষ্ঠীভুক্তদের কাছ থেকে অনেক দিন থেকে; সোনা কুড়িয়ে পাওয়ার কথা শোনা যাচ্ছে।

স্থানীয় নদী থেকে সোনা কুড়িয়ে পাওয়ার খবর পাওয়া নিয়ে; আলোচনা চলছে। সেই কারণে; এলাকার নামকরণ করা হয়েছে সোনাঝুরি। ২০১২ সালে এই বিষয়টি কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়ে; দেখতে শুরু করে। বেসরকারি সংস্থা এলাকার সমীক্ষাও চালায়।

যদিও ইতিবাচক বা স্বস্তিদায়ক কোনও ফল পাওয়া গিয়েছে; এমনটাও নয়। তাই সেই সময়ের মতো সোনার খনির খোঁজে; ইতি টানা হয়। এখন নতুন করে আবার সোনার খনির কথা ওঠায়; ওই নদীর জলে, মাটিতে সোনার সন্ধান পাওয়ায়; সরকার ফের পুরো বিষয়টি হয়ত খতিয়ে দেখবে। যা নিয়ে, মানুষের মধ্যেও নতুন করে উৎসাহ তুঙ্গে।

কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করুন।

Check Also

কঠোর লকডাউন দেখতে উৎসুক জনতার ভিড়, আটক ২১

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি ও সাধারণ মানুষের ঢিলেঢালা ভাবের মধ্য দিয়ে চট্টগ্রামে লকডাউনের প্রথম দিন ...

You cannot copy content of this page