১ হাজার ৪৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা। চেঙ্গী ইউপিতে মোট ভোটার ৬ হাজার ৭৭৯ জন। এর মধ্যে ৫ হাজার ৪০১ জন ভোট দিয়েছেন। চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন আটজন।
এ বিষয়ে নৌকার প্রার্থী মনীন্দ্র লালের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কথা বলেছেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন। প্রথম আলোকে তিনি বলেন, চেঙ্গী ইউনিয়ন একটি পাহাড়ি–অধ্যুষিত এলাকা। এই ইউনিয়নে আঞ্চলিক দলগুলোর প্রভাব বেশি। তাই আওয়ামী লীগের প্রার্থী কম ভোট পেয়েছেন।
পানছড়ি উপজেলার পাঁচ ইউপির মধ্যে কেবল একটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। বাকি তিন ইউপিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। আর পানছড়ি সদর ইউনিয়নের ভোট স্থগিত করা হয়েছে।