Breaking News

ফের পুজোর মরশুমে একধাক্কায় অনেকটাই কমল সোনার দাম, জেনে নিন হলমার্কের লেটেস্ট রেট

পুজোর আগেই একরাশ খুশির হওয়া মধ্যবিত্ত পরিবারে। চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও হাসি ফুটল মধ্যবিত্তের মুখে। দাম কমেছে হলুদ ধাতুর! পুজোর মরসুমে রীতিমতো হুহু করে দাম কমছে সোনার। শুধুমাত্র সোনাই নয়,সোনার পাশাপাশি রুপোর দরও কমেছে আশ্চর্যজনকভাবে। আগস্ট মাসের শেষ থেকে শুরু হয়েছে সোনালী ধাতুর মূল্যে অধঃপতন। যা বহাল রয়েছে এখনো পর্যন্ত। গতকালের থেকে আজ তাই সোনার মূল্য এসেছে বিরাট ব্যবধান।

আরও খবর – Jio: একদম ফ্রীতে ১০০ GB ডেটা, সিমের সঙ্গে দুর্দান্ত অফার জিওর!
সারা বিশ্বব্যাপী ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে ভারতীয় বাজারে কমছে সোনার দাম। বিগত কয়েক মাসে মুদ্রাস্ফীতির কারণে যে পরিমাণে দাম বেড়েছিল সোনার,তা বিগত কয়েকদিনে অনেকটাই কমেছে। ফলে দোকানে দোকানে ভিড় বাড়াচ্ছেন মধ্যবিত্ত বাঙালি। এমসিএক্স সূচকে ভারতীয় বাজারে 10 গ্রাম সোনার মূল্য এক ধাক্কায় কমেছে অনেকটাই।

বিগত মাসে যেখানে 22 ক্যারেট সোনার মূল্য 50 হাজারের গণ্ডির অনেকটাই ছাড়িয়ে গিয়েছিল সেখানে বর্তমানে 22 ক্যারেট সোনার মূল্য 50 হাজারের অনেকটাই নিচে রয়েছে। 10 গ্রাম 22 ক্যারেট সোনার আজকের দাম দাঁড়িয়েছে 46,650 টাকায়। অন্যদিকে 24 ক্যারেট 10 গ্রাম সোনার আজকের মূল্য দাঁড়িয়েছে 50,890 টাকায়। গতকালের তুলনায় সামান্য দর কমে কলকাতার বাজারে আজ এক কেজি রুপোর দাম 52,500 টাকা।

আরও খবর – জাতীয় সড়ক নির্মাণের পাশাপাশি চলছে বৃক্ষরোপণও, গাছ লাগাচ্ছেন নদীয়ার শ্রমিকরা
ফলতঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসের পুজোর বাজারে নাভিশ্বাস দর হলেও সোনার মূল্যে এরূপ অধঃপতন হাসি ফুটিয়েছে মধ্যবিত্ত বাঙালির মুখে। যার কারণে দোকানিরাও পুজোর মরশুমে কিছুটা বউনির আশা দেখছেন। দোকানে সোনার কালেকশন এর পাশাপাশি জায়গা করে নিচ্ছে রুপোর ট্রেন্ডি কালেকশন। তাই সব মিলিয়ে পুজোর সময় নিজেকে সাজিয়ে তুলতেই মরিয়া আপামর বাঙালি!

Check Also

হাতে ৫ টাকার নোট থাকলেই হতে পারেন লক্ষ টাকার মালিক

ওয়েবসাইটে পুরানো জিনিস বিক্রি করে আপনি প্রায়শই লোককে কোটিপতি হতে দেখেছেন। কারণ জিনিসগুলি যখন পুরানো …