বিশ্বজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। বেশ কিছু মাস ধরে বেড়েই চলেছে গ্যাস সিলিন্ডারের দাম। তবে এবার মিলবে কিছুটা স্বস্তি। কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। গত মাসে কিছুটা দাম কমার পর আবারও কিছুটা দাম কমলো 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের। যার ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হোটেলগুলি। যার ফলে সাধারণ মানুষের পকেটেও কিছুটা হলেও স্বস্তি মিলবে।
19 কেজি সিলিন্ডার পিছু কলকাতায় দাম কমেছে প্রায় 182 টাকা। বাণিজ্যিক গ্যাসের নয়া দাম প্রায় 2140 টাকা। অন্যদিকে দিল্লিসহ নানান মেট্রো শহরে অনেকটাই দাম কমেছে 19 কেজি গ্যাস সিলিন্ডারে। দিল্লিতে প্রায় 198 টাকা দাম কমেছে বাণিজ্যিক গ্যাসের, মুম্বাই কমেছে প্রায় 190.50 টাকা, চেন্নাই দাম কমেছে প্রায় 187 টাকা।
19 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও 14 .2কেজি গ্যাসের দাম কমার কোনো সম্ভাবনা দেখা যায়নি। সাধারণ মানুষের হেঁশেলে রান্নার গ্যাসের দাম কবে কমবে সেই অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে পরপর দুবার কমলো বানিজ্যিক গ্যাসের দাম। গত মাসে প্রায় 135 টাকা দাম কমেছিল বাণিজ্যিক গ্যাসের। আবার এই মাসে বাণিজ্যিক গ্যাসের দাম কমায় মুখে হাসি ফুটেছে হোটেল মালিকদের। তবে এর ফলে লাভবান হবেন সাধারণ মানুষও, কমবে হোটেলের খাবারের দাম।
তবে এই মাসে বানিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল কারণ এখনও বিশ্ববাজারে জ্বালানির দাম কমেনি। কিন্তু গ্যাসের মূল্য বৃদ্ধি না হওয়ায় উপরন্তু দাম কমায় হোটেল মালিকরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কিন্তু সাধারণ মানুষের হেঁশেলের রান্নার গ্যাসের আগুন দাম কবে কমবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।