উৎসবের মরসুম শুরু হতে না হতেই এলো খুশির খবর! এক ধাক্কায় অনেকটা কমলো হলুদ ধাতুর মূল্য। যেখানে বিগত কয়েক বছর ধরে সোনা ও রুপোর মূল্যে কেবলমাত্র মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেখানে আকস্মিক এরূপ সোনার মূল্যহ্রাস হাসি ফুটিয়েছে মধ্যবিত্ত বাঙালির মুখে।
দোকানে দোকানে ক্রেতাদের ভিড, লব্যবসায়ীরা উৎসবের মরসুমে কিছু কেনাকাটার আশা দেখছেন। আসুন জেনে নেওয়া যাক আজকে দাঁড়িয়ে সোনা ও রুপার মূল্য কত দাঁড়ালো। গুড রিটার্নস নামক এক ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে গতকাল যেখানে 22 ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রামে 4735 টাকা।
সেখানে তা কমে দাঁড়িয়েছে 4715 টাকায়। শুধু তাই নয় প্রতি 8 ও 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম যথাক্রমে দাঁড়িয়েছে 37720 টাকা ও 47150 টাকায় অর্থাৎ প্রতি 100 গ্রাম 22 ক্যারেট সোনায় র্তমানে সেভিংস হচ্ছে প্রায় 2 হাজার টাকার। পাশাপাশি 24 ক্যারেট 1 গ্রাম সোনার গতকাল দাম যেখানে ছিল 5165 টাকা।
তা বর্তমানে কমে দাঁড়িয়েছে 5144 টাকায় এবং যথাক্রমে 8 ও 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার দাম দাঁড়িয়েছে 41152 টাকা এবং 51440 টাকা। অর্থাৎ প্রতি 100 গ্রামে 2100 টাকা করে দাম কমেছে 24 ক্যারেট সোনার। অন্যদিকে,50 শতাংশ টাকা প্রতি গ্রামে পতন এসেছে রুপোর ক্ষেত্রে অর্থাৎ বর্তমানে রূপোর দাম দাঁড়িয়েছে 5756 টাকায়। যার প্রতি আটগ্রাম ও দশ গ্রামের যথাক্রমে দাঁড়ায় 460 এবং 575 টাকা।
অর্থাৎ সার্বিকভাবে দেখতে গেলে প্রতি 1 কিলোগ্রাম এ 500 টাকা ছাড় পাচ্ছে ক্রেতারা। তবে মূলত আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে যেহেতু এটি সোনা ও রুপার মূল্য নির্ধারিত হয় তাই আগামীকাল কিছুটা হলেও সোনা ও রুপোর মুল্য বৃদ্ধির লক্ষ্য করা যাবে আর সেই কারণেই আজকের দিনকে বিশেষজ্ঞরা বিশেষভাবে সোনার কেনার জন্য উপযোগী বলে মনে করছেন।