Breaking News

শাড়ি পরে কলেজ পড়ুয়াদের সঙ্গে পা মিলিয়ে বলিউড গানে দুর্দান্ত নাচলেন IAS অফিসার, ভাইরাল ভিডিও

পড়ুয়াদের সঙ্গে পা মিলিয়ে বলিউড গানে নাচলেন জেলাশাসক, ভাইরাল ভিডিও কলেজ পড়ুয়াদের আয়োজিত ফ্ল্যাশ মবের সঙ্গে তাল মিলিয়ে, নেচে অবাক করলেন জেলাশাসক। গানের তালে নেচে উঠলেন পড়ুয়াদের সঙ্গে, তাও আবার আইএএস অফিসার। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও।

কলেজ পড়ুয়াদের আয়োজিত ফ্ল্যাশ মবের সঙ্গে তাল মিলিয়ে নেচে অবাক করলেন জেলাশাসক। ঘটনাটি ঘটেছে কেরলের পথানামথিট্টা (Pathanamthitta) জেলায়। কলেজ পড়ুয়াদের আয়োজিত ফ্ল্যাশ মবের সঙ্গে তাল মিলিয়ে নেচে অবাক করলেন জেলাশাসক।

ঘটনাটি ঘটেছে কেরলের পথানামথিট্টা (Pathanamthitta) জেলায়। ‘নগাড়ে সঙ্গ ঢোল…’ গানে নাচতে দেখা যাচ্ছে ওই আইএএস অফিসারকে। ওই মহিলা আইএএস অফিসারের নাম দিব্যা এস আইয়ার (IAS Divya S Iyer)। তিনি কেরলের পথানামথিট্টা জেলার ডিএম।

একটি ভিডিওতে তাঁকে রণবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত গলিও কি রাসলীলা রামলীলা ছবির গানে নাচতে দেখা গেল তাঁকে। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ওই আইএএস অফিসার মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের (MG University, Kerala) আর্ট ফেস্টিভ্যালের প্রস্তুতি খতিয়ে দেখতে স্টেডিয়ামে পৌঁছেছিলেন।

সেখানে উপস্থিত ছিলেন বেশকিছু ছাত্র-ছাত্রীরাও। সেখানে ফ্ল্যাশ মবের মাধ্যমে অনুষ্ঠান করছিলেন তাঁরা।ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন আজিন পাথানামথিট্টা নামের এক ইউজার।

Check Also

বাড়িতে পড়ে থাকা বোতল দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন ব্রাশদানি। এ পদ্ধতিতে সহজেই বানিয়ে ফেলুন। রইল ভিডিওসহ A-Z স্টেপ বাই স্টেপ

নিজস্ব প্রতিবেদন:পরিবেশ সম্পর্কে সচেতনতা তো রয়েছেই, সঙ্গে ভবিষ্যত নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বর্তমানে প্লাস্টিকের টুথব্রাশের …