Breaking News

সোনার দামে বড় ধরনের পরিবর্তন, রেকর্ড দরের থেকে কমল ৫,০৩৭ টাকা

গতকালই বড়োসড়ো পতন হয়েছিল স্বর্ণের দামের গ্রাফের। আজ বুধবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ফের ঊর্ধ্বমুখী সোনার দামের গ্রাফ। শুধুমাত্র ঊর্ধ্বমুখী নয়, মাত্র কয়েক ঘন্টায় বেড়েছে অবিশ্বাস্য সোনার দাম। আজ বুধবার এমসিএক্স সূচক অনুযায়ী ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ৩৫০ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ৫১,১৬৩ টাকা।

গতকালকে বাজার বন্ধের সময় ১০ গ্রাম সোনার দাম ১.২ শতাংশ কমে নতুন দাম হয়েছিল ৫০,৯২৮ টাকা। সেখান থেকে হলুদ ধাতুর দাম এক সময় নেমে গিয়েছিল ৫০,৩৫৪ টাকা। যা গত এক মাসে সর্বনিম্ন স্তরে ঘোরাফেরা করছিল।

আরো পড়ুন – মাসের শুরুতেই স্বর্ণের দামে রয়েছে পতন, রেকর্ডের থেকে সস্তা ১১,৩০০ টাকা
প্রসঙ্গত, ২০২০ করোনার প্রথম ঢেউয়ে লকডাউনের সময় ১০ গ্রাম স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হতে হতে আগস্ট এর দ্বিতীয় সপ্তাহের পৌঁছে গিয়েছিল ৫৬,২০০ টাকার ঘরে। যা এখনো অবধি রেকর্ড দর হিসাবে বিবেচিত হয়ে আসছে। আজ বুধবার, সপ্তাহের তৃতীয় কর্মদিবসে স্বর্ণের দাম রেকর্ড দরের থেকে কম রয়েছে ৫,০৩৭ টাকা।

আরো পড়ুন – সোনার ভরিতে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে কম হল ৪,৩১৮ টাকা
আজ বুধবার সেই একই অবস্থান ইতিবাচক প্রবণতা বজায় থাকলেও তার মাঝেই মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ১০ গ্রাম সোনার দাম বেড়ে গিয়েছে ৮০০ টাকা। যা দেখে রীতিমতো ক্রেতা এবং বিক্রেতা উভয়েই চক্ষু চড়কগাছ। বেশ কিছুদিন ধরে সোনার দাম কমলে যে শাস্তি পেয়েছিল সকলেই তা আবারও নিমেষের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সোনার দামের গ্রাফ। যদিও বিশ্ববাজারের অবিচল রয়েছে সোনার দাম।

গত সেখানে এক আউন্স স্পট গোল্ড এর দাম দাঁড়িয়েছে ১,৯২০.৬ ডলার। সোনার মতনই একই ছবি বজায় রেখেছেন রুপোর দামের গ্রাফ ও। ১ কিলোগ্রাম রুপোর দাম ৪১০ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ৬৭,৩৫৭ টাকা।

Check Also

ছাগল ব্রিডিং খামারের ব্যবসা কৌশল, প্রচুর লাভজনক

ছাগলের ব্রিডিং খামার এবং ব্যবসা কৌশলই আপনাকে দেখিয়ে দিবে আপনি কি করবেন। সামনে আগাবেন নাকি …