Breaking News

হু হু করে কমছে সোনার দাম, রেকর্ডের থেকে ১০ হাজার সস্তা হলুদ ধাতু, জানুন নতুন দাম

ফের কমলো সোনার দাম! উৎসবের মরসুমে খুশির খবর। শুক্রবার আরও সস্তা হল সোনা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম 0.18 শতাংশ বাড়লেও ভারতীয় বাজারে প্রতি 10 গ্রামে 0.29 শতাংশ কমলো সোনার দাম। অর্থাৎ প্রতি 10 গ্রামে 134 টাকা কমে ধার্যমূল্য দাঁড়ালো 45922 টাকা! যা এককথায় রেকর্ড-ব্রেকিং।

সাধারণত ভারতের বিভিন্ন শহরে সোনার দামের হেরফের নির্ভর করে পোতাশ্রয় সুবিধা, পরিবহন খরচ, আমদানি শুল্ক ইত্যাদির ওপর। এদিন কলকাতায় পাকা সোনার অর্থাৎ 24 ক্যারেট সোনার এক গ্রামের দাম ছিল 4860 টাকা। অন্যদিকে 22 ক্যারেট সোনার এক গ্রামের দাম ছিল 4590 টাকা। অর্থাৎ দশ গ্রামে তাদের মূল্য গিয়ে দাঁড়ায় যথাক্রমে 48600 ও 45900 টাকা।

প্রসঙ্গত গতবছর আগস্ট মাস থেকেই উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনার মূল্য। সেই সময় 10 গ্রাম সোনার দাম সর্বনিম্ন 56200 তে পৌঁছে গিয়ে ঠেকেছিল। শেষ পর্যন্ত সস্তা হতে হতে যা গিয়ে দাঁড়ায় 50000 টাকায় এবং সেই থেকেই সোনার দাম মাঝে মাঝে ঊর্ধ্বগামী হলেও বরাবরই নিম্নগামীতার রেশ বজায় রেখেছে।

চলতি সপ্তাহ ও গত সপ্তাহের শেষের দিকে সোনা আরও সস্তা হয়ে বিগত বছরের রেকর্ড সর্বনিম্ন মূল্যের থেকে প্রায় 10,000 টাকা কম মূল্যে এখন পাওয়া যাচ্ছে। বর্তমানে ভারতে নানান প্রদেশের উৎসবের মরসুমের পাশাপাশি আগামী শীতকালে আসতে চলেছে বাঙ্গালীদের বিয়ের মৌসুম। তাই আর দেরি না করে নিকটবর্তী স্বর্ণকারের কাছে গিয়ে এখনই বানিয়ে ফেলুন নিজের মনমতো সোনার গহনা।

Check Also

হাতে ৫ টাকার নোট থাকলেই হতে পারেন লক্ষ টাকার মালিক

ওয়েবসাইটে পুরানো জিনিস বিক্রি করে আপনি প্রায়শই লোককে কোটিপতি হতে দেখেছেন। কারণ জিনিসগুলি যখন পুরানো …