Breaking News

Old is Gold, বাড়িতে পুরনো ৫০০ টাকার নোট থাকলেই হাজার থেকে লাখপতি হওয়ার সুযোগ

ভারতে নোট বন্দির পর পুরনো 500 টাকার নোট উঠে গিয়েছে বাজার থেকে, তবে আপনি কি জানেন, এই 500 টাকার নোট যদি আপনার কাছে থেকে থাকে তবে তা বেঁচেই আপনি রোজগার করতে পারবেন মোটা টাকা। আপনার কাছে যদি থেকে থাকে 500 টাকার নোট তাহলে তা বেঁচে 5 হাজার থেকে 10 হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন আপনি।

বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে এই ধরনের নোটের লেনদেন করা হয়ে থাকে। তেমনি একটি ওয়েবসাইট হলো ওল্ড ইন্ডিয়া কয়েন ডট কম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নোট ছাপানোর সময় অত্যন্ত সতর্কতার সাথে এই কাজটি করে থাকে, তবে তার মধ্যেও বেশকিছু নোট ভুল বেরিয়ে আসে।

সেই সব নোট গুলিতে দেখা যায় দুবার সিরিয়াল নম্বর ছাপা হয়ে গিয়েছে আবার কিছু ক্ষেত্রে নোটের প্রান্তের মাপে গড়বড় হয়ে যায়। সাধারণত এসব নোট গুলিকে ব্যাংক প্রথমেই বাতিল করে দেয়, তবে তার মধ্যে থেকেও বেশকিছু ডিফেক্টিভ নোট নজর এড়িয়ে চলে আসে বাজারে।

আর এই নোটগুলিকেই বহুসংখ্যক গ্রাহক হাজার হাজার টাকা দিয়ে কিনতে রাজি হয়ে যান। একই নোটে যদি দুবার সিরিয়াল নাম্বার ছাপা হয়ে থাকে তবে সেই 500 টাকার নোটের জন্য আপনি পেতে পারেন 5 হাজার টাকা পর্যন্ত।

আর যদি আপনার কাছে মাপযোগে গন্ডগোল এমন কোন নোট থেকে থাকে তবে সেটিকে বেঁচে আপনি 10 হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আর যদি আপনার কাছে এই নোট অনেক গুলো থাকে তবে সেগুলো বেঁচে আপানি লাখপতিও হতে পারেন। কিভাবে নোট বিক্রি করবেন:

•এই নোটগুলো বিক্রি করতে গেলে আপনাকে প্রথমেই ওল্ড ইন্ডিয়ান কয়েনস ডট কম (oldindiancoins.com) ওয়েবসাইটে যেতে হবে। •বিক্রেতা হিসেবে ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করতে হবে। •এরপর আপনার সংগ্রহে থাকা সেই 500 টাকার নোটটির ছবি ওয়েবসাইটটিতে আপলোড করতে হবে।

Check Also

আপনার কাছে কি আছে পুরোনো এই ১০ টাকার নোট? থাকলে পেতে পারেন ২৫ হাজার টাকারও বেশি!

আপনারকয়েন কাছে পুরনো কয়েন বা পুরনো নোট থাকলে সেগুলি অনলাইনে বিক্রি করে বিপুল টাকা আয় …